আন্তর্জাতিক

ইসরায়েল সাহায্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে

অস্থিরতার প্রধান উৎস ইরান : ইউরোপীয় ইউনিয়ন

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইসরাইল ও ইরানের হামলা-পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। সোমবার (১৭ জুন) ইউরোপীয় পার্লামেন্টে বক্তব্য দেয়ার সময় তিনি বলেন, “এই সংঘাত খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। এতে বেসামরিক প্রাণহানি, পারমাণবিক পদার্থ ছড়িয়ে পড়ার ঝুঁকি এবং বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়ছে।”

তিনি জানান, গত তিন বছরের মধ্যে তেলের দাম এক দিনে সবচেয়ে বেশি বেড়েছে।

সংঘাতের সূত্রপাত হয় ইসরাইলের ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলার মধ্য দিয়ে। তেহরানের পরমাণু কর্মসূচি থামাতেই এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরাইল। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলা-পাল্টা হামলা আকারের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

কালাস বলেন, ‘‘ইরান যেন কখনও পারমাণবিক অস্ত্র না পায় তা নিশ্চিত করা জরুরী । শুধুমাত্র কূটনৈতিকভাবেই এই সমস্যা সমাধান সম্ভব।” তিনি ইরানকে “অঞ্চলীয় অস্থিরতার প্রধান উৎস” এবং “বিশ্বের অন্যতম দমনমূলক শাসনব্যবস্থা” বলে অভিহিত করেন।

তিনি জানান, “গেল সপ্তাহে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) জানায়, ইরান ২০ বছরে এই প্রথমবারের মতো পরমাণু চুক্তির শর্ত ভেঙেছে।”

গাজা সম্পর্কে কালাস বলেন, “মধ্যপ্রাচ্যে নতুন এই সংঘাত যেন গাজার সংকটকে আড়াল না করে। ইসরাইলের সামরিক অভিযান আত্মরক্ষার সীমা ছাড়িয়ে গেছে। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এমনকি সাহায্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। 

তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্য এখন জ্বলছে। সামরিক আগ্রাসন থামছে না। ক্ষোভও কমছে না। এ অবস্থায় ইউরোপের উচিত কূটনৈতিক উদ্যোগ জোরদার করা। মানবিক সহায়তা বাড়ানো।”

প্রসঙ্গত, গত শুক্রবার ইসরাইল ‘অপারেশন রাইজিং লায়ন’ চালিয়ে ইরানের পরমাণু স্থাপনা ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এতে নিহত হন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি ও রেভল্যুশনারি গার্ড প্রধান হোসেইন সালামি।

এর জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’ চালিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।  

ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে লেবানন, সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, চীন, মিশর, কুয়েত, জর্ডানসহ বহু দেশ এবং আরব লীগ ও জাতিসংঘ মহাসচিব। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #অস্থিরতার #প্রধান #উৎস #ইরান # #ইউরোপীয় #ইউনিয়ন #