দখলদার ইসরাইলি বাহিনীর অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। বুধবার (১৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ইরানের ভারামিন শহরের গভর্নর হোসেইন আব্বাসি বুধবার এই তথ্য জানিয়েছেন।
গভর্নর হোসেইন আব্বাসির বরাতে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের সর্বাধুনিক যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে।
প্রসঙ্গত, গেল শুক্রবার (১৩ জুন) ইরানে আগ্রাসী হামলা চালায় দখলদার ইসরাইল। ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
হামলায় ইরানের সামরিক বাহিনীর একাধিক শীর্ষ কমান্ডারসহ অন্তত ২২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৪৮১ জন।
জবাবে শুক্রবার রাত থেকেই ইসরাইলে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। ইরানি হামলায় অন্তত ২৪ জন ইসরাইলি নিহত হয়েছেন এবং অন্তত ৩৮০ জন আহত হয়েছেন।
এমএ//