আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বেজুড়ে এ বছর ৪৮৮জন সংবাদকর্মী জেলে, নিহত ৪৬

বিশ্বেজুড়ে এ বছর ৪৮৮জন সংবাদকর্মী জেলে, নিহত ৪৬

বর্তমানে সারা বিশ্বে ৪৮৮ জনে সংবাদকর্মী জেলে রয়েছেন। গেলো ২৫ বছরের মধ্যে এটাই সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক কারাবন্দির ঘটনা। এবছর ৪৬ জন সংবাদকর্মী নিহত হয়েছেন। জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এ  প্রতিবেদন ছাপিয়েছে।

আরএসএফ জানায়, এবছর মধ্যপ্রাচ্যে সংঘর্ষের আপেক্ষিক স্থিতিশীলতার কারণে এই বছর নিহতের সংখ্যা কিছুটা কমলেও, ৪৬ প্রাণ হারিয়েছেন।

সংবাদপত্রের স্বাধীনতা ও সংবাদকর্মীদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে বেসরকারি সংস্থা (এনজিও) আরএসএফ।

আরএসএফ এক বিবৃতিতে জানায়, ১৯৯৫ সাল থেকে হিসাব রাখা শুরুর পর এতো বেশি সংখ্যায় সাংবাদিক আটকের ঘটনা এ বছরই প্রথম।

সংস্থাটি জানায়, মিয়ানমার, বেলারুশ এবং হংকং-এর মিডিয়ার ওপর ক্র্যাকডাউনের কারণে চলতি বছরে আটক-গ্রেপ্তারের সংখ্যা প্রায় ২০ শতাংশ বেড়েছে। এ বছরের মতো এত বেশি সংখ্যক নারী সাংবাদিক গ্রেপ্তারের ঘটনাও আগে কখনো দেখা যায়নি। চলতি বছরেই কারবন্দি হয়ে আছেন ৬০ জন নারী সাংবাদিক যা ২০২০ সালের তুলনায় ৩ গুণ বেশি।

এ বছর সবচেয়ে বেশি সাংবাদিক কারাবন্দি হয়েছে চীনে, যা ১২৭ জন। দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমার,৫৩ সাংবাদিককে কারারুদ্ধ করে দেশটি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামে ৪৩ জন, বেলারুশে ৩২ জন এবং সৌদি আরবে ৩১ জন।

এদিকে মৃত্যুবরণকারী ৪৬ জনের অধিকাংশই গুপ্তহত্যার শিকার হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নিহতদের ৬৫ শতাংশই টার্গেট কিলিংয়ের শিকার। মেক্সিকো এবং আফগানিস্তানের অবস্থা সাংবাদিকদের জন্য খুবই বিপদজনক। দেশ দুটিতে সাত জন ও ছয় জন করে সাংবাদিক খুন হয়েছেন। অন্যদিকে ইয়েমেন ও ভারতে ৪ জন করে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বেজুড়ে | এ | বছর | ৪৮৮জন | সংবাদকর্মী | জেলে | নিহত | ৪৬