আর্কাইভ থেকে বাংলাদেশ

স্বাধীনতার ৫০ পরেও মুক্ত বাংলাদেশ দেখছি না : মির্জা ফখরুল

স্বাধীনতার ৫০ পরেও মুক্ত বাংলাদেশ দেখছি না : মির্জা ফখরুল

স্বাধীনতার ৫০ পরেও মুক্ত বাংলাদেশ দেখছি না। কর্তৃতবাদী সরকার জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। খালেদা জিয়াকে সঠিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে না। শপথ নিয়েছি জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে গণতন্ত্র ফিরে আনা হবে। ৫০ বছরে গনতন্ত্র হারিয়ে ফেলিছি, নির্বাচন ব্যবস্থা নেই, দেশে দারিদ্র্য বেড়েছে। আওয়ামী লীগের লোকেরা শুধু ধনী হয়েছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে রাষ্ট্রীয় বাহিনী বিরুদ্ধে নিষেধাজ্ঞা সব থেকে বড় লজ্জার বিষয়।

বিএনপি মহাসচিব বলেন, কর্তৃত্ববাদী সমাজ ব্যবস্থায় বাংলাদেশ গণতন্ত্র হারিয়েছে। সমস্ত রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে অভ্যুত্থান ঘটানো হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,  খালেদা জিয়াকে মিথ্যে মামলায় আটক করে রাখা হয়েছে। গুরুতর অসুস্থ হওয়া সত্ত্কেও বিদেশে যেতে দিচ্ছেনা। জাতি ভয়াবহ পরিস্থিতিতে বিজয় দিবস পালন করছে। কোনও নির্বাচন ব্যবস্থা নেই, যার মধ্য দিয়ে জনগনেন ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে।

এসময় দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন স্বাধীনতার | ৫০ | পরেও | মুক্ত | বাংলাদেশ | দেখছি | | মির্জা | ফখরুল