আর্কাইভ থেকে আওয়ামী লীগ

জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বিজয় শোভাযাত্রা

জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বিজয় শোভাযাত্রা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয়ে বিজয় শোভাযাত্রা উদ্বোধন ঘোষণা করেছেন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। 

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন তিনি। এর আগে অস্থায়ী মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। দুপুরের দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় খণ্ডখণ্ড মিছিল নিয়ে আসেন। 

বর্ণাঢ্য এ শোভাযাত্রাটি রাজধানীর শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে এসে শেষ হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) ‘বিজয় শোভাযাত্রা’ বাস্তবায়ন ও সফল করতে জরুরি প্রস্তুতি সভা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

এ সম্পর্কিত আরও পড়ুন জাতির | পিতার | স্বপ্নের | সোনার | বাংলা | গড়ার | প্রত্যয়ে | বিজয় | শোভাযাত্রা