আর্কাইভ থেকে ক্রিকেট

ইংল্যান্ডে টেস্ট খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশ

ইংল্যান্ডে টেস্ট খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশ
ইংল্যান্ডের মাটিতে সবশেষ ২০১০ সালে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর এক যুগ পেরিয়ে গেলেও ইংলিশদের মাটিতে টেস্ট খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। নতুন প্রকাশিত ২০২৩-২৭ এফটিপি সফরসূচিতেও ইংল্যান্ডে কোনো সিরিজ নেই টাইগারদের। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য মতে, ইংল্যান্ডে টেস্ট খেলার ডাক পেতে যাচ্ছে সাকিব-তামিমরা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ বলছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বাংলাদেশকে তাদের মাটিতে টেস্ট খেলাতে চায়। ২০২৪ কিংবা ২০২৫ সালের যেকোনো সময় এই টেস্ট অনুষ্ঠিত হতে পারে। ফলে ইংল্যান্ডের মাটি বাংলাদেশ আরও একবার টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বলাই যায়। সংবাদমাধ্যমটি আরও বলেছে, এ মুহূর্তে টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় সংস্করণ হিসেবে গড়ে তুলতে মনোযোগী হচ্ছে ইসিবি। সে কারণেই বাংলাদেশ ও জিম্বাবুয়েকে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলাতে আগ্রহী ইংলিশরা। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আর ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় বাংলাদেশের ম্যাচগুলোয় প্রচুর বাংলাদেশি দর্শক খেলা দেখতে এসেছিলেন। তাই বাংলাদেশের খেলাকে লাভজনক মনে করছে দেশটির ক্রীড়া বোর্ড।    

এ সম্পর্কিত আরও পড়ুন ইংল্যান্ডে | টেস্ট | খেলার | সুযোগ | পেতে | পারে | বাংলাদেশ