আর্কাইভ থেকে আইন-বিচার

ইভ্যালির রাসেলের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

ইভ্যালির রাসেলের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার (৭ জুন) ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সারওয়ার হোসেন বাপ্পী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাসেলের জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। এ বিষয়ে আজ আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে, ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলায় মঙ্গলবার (৬ জুন) রাসেলকে জামিন দেন হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ। উল্লেখ্য, প্রতারণার দায়ে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ইভ্যালির গ্রাহক মোহাম্মদ আলমগীর হোসেন বাদী হয়ে রাসেল-শামীমা নাসরিন দম্পতিসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি বাড্ডা থানায় মামলা করেন। পরে রাসেল ও শামীমাকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে অবশ্য শামীমা জামিনে মুক্তি পান।

এ সম্পর্কিত আরও পড়ুন ইভ্যালির | রাসেলের | জামিন | স্থগিত | চেয়ে | রাষ্ট্রপক্ষের | আবেদন