রাজধানী ঢাকায় গাছ কাটা নিয়ে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের কাছে ১০০ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। একই সঙ্গে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে পত্রিকাটির নির্বাহী সম্পাদক ও প্রতিবেদক বরাবর।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গাছ কাটা নিয়ে শনিবার (১৩ মে), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে জড়িয়ে ভিত্তিহীন, অপমানজনক, খবর প্রকাশ করেছে ডেইলি স্টার। আর এই সংবাদ সাংবাদিকতার নীতি বিরোধী যা বিদ্যমান আইন পরিপন্থী।
উল্লেখ্য, প্রকাশিত খবরটি এখনও অনলাইনে রয়েছে, তাই এই নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তা সরানোর কথা বলা হয়েছে। একই সাথে ৭ দিনের মধ্যে ১শ কোটি টাকা প্রদানের কথা বলা হয়েছে। আর এটি করতে ব্যর্থ হলে আদালতে মামলা দায়ের করা হবে আইনি নোটিশে জানানো হয়।
ডেইলি স্টারের বক্তব্য
গেলো শনিবার (১৩ মে) প্রকাশিত একটি রম্য রচনা নিয়ে ডেইলি স্টারকে দেয়া আইনি নোটিশের বিষয়ে বুধবার (৭ জুন) এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মেয়র তাপসের ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবির পরিপ্রেক্ষিতে ডেইলি স্টার এর জবাবে বলেছে, ৫ জুনের আইনি নোটিশটি আমরা ৬ জুন সন্ধ্যায় লেক্স কাউন্সেলের কাছ থেকে পেয়েছি এবং সেখানে আমাদের উত্তর দেওয়ার জন্য মাত্র ২ দিন সময় দেওয়া হয়েছে। আমরা সেই সময়ের মধ্যে আমাদের প্রতিক্রিয়া জানাব।
আমরা উল্লেখ করতে চাই যে, প্রেস ব্রিফিংয়ে রম্য রচনাটিকে একটি 'রিপোর্ট' বা 'কলাম' হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়। এটি একটি রম্য রচনা ছিল। জনগুরুত্বপূর্ণ বিষয়ে এই ধরনের রম্য রচনা সাংবাদিকতার ক্ষেত্রে সারা বিশ্বেই প্রচলিত ও স্বীকৃত। লেখাটি ডেইলি স্টারের সাপ্তাহিক রম্য পাতা 'স্যাটায়ারডে'-তে প্রকাশিত হয়েছিল।