এয়ারপোর্ট লুক নিয়ে বলিউড সেলিব্রেটিদের মাথাব্যথার অন্ত নেই। সপ্তাহান্তে কার ফ্যাশন মার্কশিটে কত নম্বর এল? ‘চায়ে পে চর্চা’য় সেই কড়চা নিয়ে আলোচনা-সমালোচনা অন্তহীন। তবে সেদিকের ধারকাছ দিয়েও যান না টলিউডের তারকারা! অবশ্য মুম্বাইয়ের মতো কলকাতা বিমানবন্দরে পাপ্পারাজিরা দিনভর ক্যামেরার লেন্স তাক করে রাখেন না। তবে হালফিলের এই ট্রেন্ডে কিন্তু তাক লাগালেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
অভিনেত্রী এখন কাজের সূত্রে মুম্বাই টু কলকাতা দৌঁড়াদৌঁড়ি করেন প্রায়শই। এবারও নতুন কাজ নিয়ে মুম্বাই সফরে স্বস্তিকা। তার আগেই এয়ারপোর্ট লুকে চমকে দিলেন অভিনেত্রী। স্বস্তিকা নিজে যদিও এই ট্রেন্ডে বিশ্বাসী নন, তা স্পষ্ট করে দিয়েছেন নিজেই।
বিমানের অন্দরে গামছা পোশাকে সেলফি তুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। গলায় কড়ির চোকার। সঙ্গে মানানসই চশমা। ঠোঁটে হালকা লিপস্টিক। কেতাদুরস্ত হেয়ার স্টাইলে দিব্যি জমল স্বস্তিকার এয়ারপোর্ট লুক। অভিনেত্রীর পোস্টে উঁকি দিল চিত্রনাট্যও।
প্রসঙ্গত, হাল ফ্যাশনে গামছা বছরখানেক ধরেই প্রচলিত। এই রংবাহারি একটুকরো কাপড় এখন আর শুধু গা-মোছার জন্য ব্যবহৃত হয় না। এই গামছা এখন রীতিমতো আন্তর্জাতিক র্যাম্প মাতাচ্ছে। আর উন্নয়নশীল দেশের এই সাংসারিক সামগ্রী যে কতটা আকর্ষণীয় ফ্যাশনের উপাদান হয়ে উঠতে পারে, তা আগেই দেখিয়েছেন বাংলাদেশি ডিজাইনার বিবি রাসেল। তার তৈরি করা গামছা পোশাক এখন গোটা বিশ্বে সমাদৃত। এমনকী নানা দেশে এ মুহূর্তে গামছা নিয়ে ফ্যাশনের যেসব কাজ হচ্ছে, সেসবেরই নেপথ্যের কারিগর সেই মানুষটিই। এবার গামছা পোশাকে নজর কাড়লেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও।