আর্কাইভ থেকে বাংলাদেশ

বছরের প্রথম দিন ১৬ লাখ করোনা সংক্রমণের খবর পেলো বিশ্ববাসী

বছরের প্রথম দিন ১৬ লাখ করোনা সংক্রমণের খবর পেলো বিশ্ববাসী

করোনার নতুন রূপ ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। কোনও এক দেশে কিছুটা কমলেও অন্য দেশে আবার বেড়ে চলেছে সংক্রমণ। এটি আর এখন কোনও একটি দেশ বা অঞ্চলের সমস্যা না, বৈশ্বিক সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। তবে করোনা আতঙ্কে স্বস্তিতে নেই মানুষ। বছরের শেষ দিনও ১৬ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছে, বছরের প্রথম দিন এ খবর শুনতে হয়েছে বিশ্ববাসীকে।

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৩২ হাজার ৮২৪ জন। ২৪ ঘণ্টায় মারা গেছে পাঁচ হাজার ৬২৭ জন। গেলো ২৪ ঘণ্টায় সুস্থ্ হয়েছে পাঁচ লাখ ছয় হাজার ৭৯৮ জন।

বিশ্বজুড়ে আজ শনিবার (১ জানুয়ারি,২০২২) পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ২৬৬ জন। মারা গেছেন ৫৪ লাখ ৫২ হাজার ৯০০ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫ কোটি ৩৬ লাখ ৮৭ হাজার ৭১৩ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন বছরের | প্রথম | দিন | ১৬ | লাখ | করোনা | সংক্রমণের | খবর | পেলো | বিশ্ববাসী