আর্কাইভ থেকে ফুটবল

প্রীতি ম্যাচ খেলতে ইন্দোনেশিয়ায় মেসি বিহীন আর্জেন্টিনা

প্রীতি ম্যাচ খেলতে ইন্দোনেশিয়ায় মেসি বিহীন আর্জেন্টিনা
ফিফা উইন্ডোতে চীনের বেইজিংয়ের অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে জাকার্তায় পৌঁছেছে আর্জেন্টিনা। শনিবার (১৭ জুন) দেশটি রাজধানী জাকার্তা পৌঁছেছে লিওনেল স্কালোনি শিষ্যরা। তবে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন না লিওনেল মেসি। একই সঙ্গে খেলবেন না আনহেল ডি মারিয়া, নিকোলাস ওটয়ামেন্ডিও। মেসি-মারিয়ারা না গেলেও বিশ্বচ্যাম্পিয়নদের সেখানে পৌঁছানোর পরই ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে পুরো দলকে দেয়া হয় উষ্ণ অভ্যর্থনা। সেই সঙ্গে দেওয়া হয় উপহারও। আগামী ১৯ জুন জাকার্তায় আর্জেন্টিনা দল বিশ্বকাপ বাছাইপর্বের আগে শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে। এদিকে মেসি দেশটিতে খেলতে না যাওয়ায় হতাশ হয়েছেন দেশটির সমর্থকেরা। ফুটবলের জাদুকর না থাকায় টিকিটের মূল্যও ফেরত চেয়েছেন অনেক সমর্থক।    

এ সম্পর্কিত আরও পড়ুন প্রীতি | ম্যাচ | খেলতে | ইন্দোনেশিয়ায় | মেসি | বিহীন | আর্জেন্টিনা