খেলাধুলা

আইপিএলে খেলোয়াড়দের অবিশ্বাস্য বেতন বৃদ্ধি!

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টাকার ঝনঝনানি নতুন কোনো ঘটনা নয়। এই লিগে যারা খেলেন, তাদের পারিশ্রমিকের হারও হয় অনেক বেশি। তবে এবারে কিছু ক্রিকেটারের বেতন বৃদ্ধি যেন অবাক করেছে ক্রিকেট বিশ্বকে।

রাজস্থান রয়্যালসের ক্রিকেটার ধ্রুব জুরেলের বেতন বেড়েছে ৬৯০০ শতাংশ। আগামী মৌসুমের জন্য সর্বোচ্চ বেতন বৃদ্ধির উদাহরণ এটি। লঙ্কান পেসার মাথিশা পাথিরানা কোনো অংশে পিছিয়ে নেই, তার বেতন বেড়েছে ৬৪০০ শতাংশ।

মূলত আসন্ন নিলাম থেকে পরের ৩ বছরের জন্য আইপিএলের দলগুলো নিজেদের সাজিয়ে নেবে। এর আগে ৬ জন করে ক্রিকেটার রিটেইন করার সুযোগ পাচ্ছে প্রতিটি দল।

রিটেইন করা খেলোয়াড়দের অনেকের পারিশ্রমিক ছিল ২০ লাখ রুপি। অথচ বেতন বৃদ্ধির ফলে কোটি কোটি টাকার ক্লাবে ঢুকে যাবেন তারা। আরও কিছু উদাহরণ দেয়া যায়, আগের আসরে ২০ লাখ রুপিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন মায়াঙ্ক যাদব। আসন্ন আসরে তিনি পাবেন ১১ কোটি রুপি।

এছাড়াও রজত পাতিদারের ৫৪০০ শতাংশ, সাই সুদর্শনের ৪১৫০ শতাংশ, শশাঙ্ক সিংয়ের ২৬৫০ শতাংশ, রিংকু সিংয়ের ২২৬৪ শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছে।

খেলোয়াড়দের রিটেনশন তালিকা প্রকাশ করার শেষ তারিখ ছিল ৩১ অক্টোবর। সব ফ্র্যাঞ্চাইজিদের ৬ জন করে ক্রিকেটার রিটেইন করার সুযোগ থাকলেও, কেবল ২ টি ফ্র্যাঞ্চাইজি ৬ জনকে রিটেইন করেছে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন আইপিএল | বেতন