আর্কাইভ থেকে দেশজুড়ে

বিপৎসীমা ছুঁইছুঁই করছে তিস্তার পানি

বিপৎসীমা ছুঁইছুঁই করছে তিস্তার পানি
উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই করছে। তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা উপজেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর, দ্বীপ চরের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। রোববার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তিস্তার পানি রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৯৫ সেন্টিমিটার। রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, তিস্তা নদীর উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি সমতল পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। এদিকে রংপুরের কাউনিয়া পয়েন্টেও বেড়েছে পানি। এ পয়েন্টে বিপৎসীমা ২৮ দশমিক ৭৫ সেন্টিমিটার হলেও সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উজানে ভারী বৃষ্টিপাত ও পানি সমতল বৃদ্ধি অব্যহত থাকার কারণে তিস্তা নদীর পানি আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত বিপৎসীমার কাছাকাছি অবস্থা করতে পারে। এছাড়া কুড়িগ্রামের ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় বিপৎসীমা অতিক্রম করতে পারে। পানি বৃদ্ধির কারণে কোনো স্থানে নদী ও বাধে ভাঙন দেখা দিলে তা মেরামতে পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে। টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন বিপৎসীমা | ছুঁইছুঁই | করছে | তিস্তার | পানি