আর্কাইভ থেকে দেশজুড়ে

টেলিভিশন দেখতে যাওয়ায় প্রতিবন্ধী শিশু বলৎকারের শিকার

টেলিভিশন দেখতে যাওয়ায় প্রতিবন্ধী শিশু বলৎকারের শিকার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাশের বাড়ীতে টেলিভিশন দেখতে যাওয়ায় শারীরিক প্রতিবন্ধী শিশু ছেলে (১৩) কে বলৎকারের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে ও দুই সন্তানের জনক মোহাম্মদ আলী (৩৭)।

সোমবার (১ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত ব্যক্তিকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সিদ্দিক। 

মামলা সুত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারী রাত ৮টায় শারীরিক প্রতিবন্ধী শিশু ছেলেটি প্রতিদিনের মত প্রতিবেশির বাড়ীতে টেলিভিশন দেখতে যায়। ওই দিন বাড়ীতে স্ত্রী-সন্তান না থাকায় মোহাম্মদ আলী বিভিন্ন ধরণের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক পাশের বাড়ীর শারীরিক প্রতিবন্ধী ছেলেকে (১৩) নিজের ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে টেলিভিশন দেখার এক পর্যায়ে শিশু-ছেলেটিকে জোরপূর্বক বলৎকার করে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি নারী-শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। 

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেফতার করে সোমবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন টেলিভিশন | দেখতে | যাওয়ায় | প্রতিবন্ধী | শিশু | বলৎকারের | শিকার