আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় আরও সাড়ে ৬ হাজার মানুষের প্রাণহানি

বিশ্বে করোনায় আরও সাড়ে ৬ হাজার মানুষের প্রাণহানি

করোনায় বিশ্বে আরও প্রায় সাড়ে ৬ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। গেলো ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষের শরীরে।

মঙ্গলবার (২ মার্চ) সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার ৯৫৩ জন এবং মৃত্যু হয়েছে ২৫ লাখ ৪৯ হাজার ৭৪৩ জনের। বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত সংখ্যা ২ লাখ ৯০ হাজার ২শ’ ২৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ৬শ’ ৯ জনের।

করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে করোনা সংক্রমিত হয়েছেন ৫৩ হাজার ১৪৭ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩৯ জনের। 

ভারতে একদিনে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৫৬৩ জন এবং ৮০ জন। 

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে করোনায় ৩৮ হাজার ৩৪৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮১৮ জনের। 

রাশিয়ায় একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৭১ জন। ভাইরাসটিতে মারা গেছে ৩৩৩ জন। 

যুক্তরাজ্যে একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৪৫৫ জন। এর মধ্যে মারা গেছে ১০৪ জন। 

২০১৯ এর ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

রাইদুল শুভ

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বে | করোনায় | আরও | সাড়ে | ৬ | হাজার | মানুষের | প্রাণহানি