আর্কাইভ থেকে জাতীয়

দুই সিটিতে নগরপিতা : সিলেটে আনোয়ার, রাজশাহীতে লিটন

দুই সিটিতে নগরপিতা : সিলেটে আনোয়ার, রাজশাহীতে লিটন
সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন। সিলেটের নতুন নগর পিতা আনোয়ারুজ্জামান এবং রাজশাহীতে ফের সিটির দায়িত্ব লিটনের হাতে তুলে দিলেন নগরবাসী। সিলেটে নৌকা প্রতীক নিয়ে আনোয়ারুজ্জামান পেয়েছেন এক লাখ ,১৮ হাজার ৬১৪ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫১ হাজার৩২১ ভোট। অন্যদিকে, রাজশাহী সিটির মেয়র হয়েছেন নৌকার প্রার্থী খায়রুজ্জামান লিটন। এর মধ্যদিয়ে টানা দ্বিতীয় মেয়াদে সিটির দায়িত্ব লিটনের হাতে তুলে দিলেন রাজশাহীবাসী। নৌকা প্রতীকে লিটন পান ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরশিদ আলম ১৩ হাজার ৩৯৩ ভোট পান। আজ বুধবার (২১ জুন) রাতে সিলেট সিটি করপোরেশনের রির্টানিং কর্মকর্তা ফয়সাল কাদির ও রাজশাহী সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বেসরকারিভাবে তাদেরকে বিজয়ী ঘোষণা করেন। সিলেট সিটিতে পঞ্চমবারের মতো নির্বাচন হয়েছে। এখানে মোট ভোটকেন্দ্র ১৯০। মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩। এর মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন। মেয়র পদে আট, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে রাজশাহী সিটিতে সাধারণ ৩০টি ওয়ার্ডে ১১২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার রাজশাহী সিটিতে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন, নারী ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৬ জন। উল্লেখ্য, এর আগে বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলে ভোটগ্রহণ।  

এ সম্পর্কিত আরও পড়ুন দুই | সিটিতে | নগরপিতা | | সিলেটে | আনোয়ার | রাজশাহীতে | লিটন