আর্কাইভ থেকে বাংলাদেশ

সাদা পোশাকে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

সাদা পোশাকে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

দেশের ক্রীড়া প্রেমীদের জন্য আজকের সকালটা ছিলো একেবারেই ভিন্ন। কারণটা এতোক্ষণে সবারই জানা হয়ে গেছে। নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে ক্রিকেটে বাংলাদেশের অবিস্মরনীয় জয়। বিদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়েকে হারানোর কৃতিত্ব আছে সাকিব-মুশফিকদের। কিন্তু এবারের প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে যে দলটা ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিলো, তাদেরকেই পুরো ম্যাচে রীতিমতো কোনঠাসা করে রেখে ৮ উইকেটের দাপুটে জয়, নি:সন্দেহে অবিস্মরনীয়। নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ফরম্যাটেই এটি বাংলাদেশের প্রথম জয়।

বাংলাদেশ সময় বুধবার (০৫ জানুয়ারি) ভোরে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের শেষ দিনে ৮ উইকেটের বড় জয় পায় মুমিনুল হকবাহিনী। কিউইদের দেওয়া ৪০ রানের টার্গেটে ২ উইকেট হারিয়েই পৌঁছে যায় মুমিনুল-মুশফিকরা। 

৫ উইকেটে ১৪৭ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে কিউইরা। এবাদত-তাসকিনদের তোপে বেশিদূর এগোতে পারিনি তারা। সকালের সেশনে ১০ ওভার চার বলে মাত্র ২২ রান তুলতেই বাকি ৫ উইকেট হারায় টম লাথামের দল। তাতে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে গুটিয়ে যায়। ৪৬ রানে ৬টি উইকেট নেন পেসার এবাদত হোসেন। এছাড়া তাসকিন আহমেদের শিকার ৩ উইকেট। জয়ের জন্য সফরকারীদের লক্ষ্য দাঁড়ায় ৪০ রান। 

জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারে সাদমান ইসলামকে (৩) হারালেও নাজমুল হোসেনকে সঙ্গে নিয়ে জয়ের পথ পাড়ি দিচ্ছিলেন মুমিনুল। দলীয় ৩৪ রানে নাজমুলকে (১৭) তুলে নেন কাইল জেমিসন। স্লিপে দারুণ ক্যাচ নেন রস টেলর। তাতেও জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি টাইগারদের। ১৬ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়েই অবিস্মরনীয় জয় তুলে নেয় লাল-সুবজরা। মুমিনুল হক ১৩ ও মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এটি প্রথম জয় টাইগারদের। 

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩২৮ ও বাংলাদেশ ৪৫৮ রান করেছিল। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী রোববার (০৯ জানুয়ারি) ক্রাইস্টচার্চে শুরু হতে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচটি ড্র করতে পারলেই প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করতে পারবে বাংলার দামাল ছেলেরা।   

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৩২৮

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৫৮

নিউজিল্যান্ড ২য় ইনিংস: (আগের দিন ১৪৭/৫) ৭৩.৪ ওভারে ১৬৯ (ল্যাথাম ১৪, ইয়াং ৬৯, কনওয়ে ১৩, হেনরি ০, ব্লান্ডেল ০, টেইলর ৪০, রবীন্দ্র ১৬, জেমিসন ০, সাউদি ০, ওয়্যাগনার ০*, বোল্ট ৯*: তাসকিন ১৪-৩-৩৬-৩, শরিফুল ১২-২-৩০-০, মিরাজ ২২-৫-৪৩-০, ইবাদত ২১-৬-৪৬-৬, মুমিনুল ৪-০-৭-০)।

বাংলাদেশ ২য় ইনিংস: (টার্গে ট ৪০) ১৬.৫ ওভারে ৪২/২ (সাদমান ৩, শান্ত ১৭, মুমিনুল ১৩*, মুশফিক ৫*; বোল্ট ৫-৩-৪-০, সাউদি ৫-২-২১-১, জেমিসন ৩.৫-১-১২-১, ওয়্যাগনার ৩-১-৪-০)।

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

সিরিজ: ২ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে।

ম্যান অব দ্য ম্যাচ: ইবাদত হোসেন।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন সাদা | পোশাকে | বাংলাদেশের | ঐতিহাসিক | টেস্ট | জয়