আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রেমের ফাঁদ পেতে প্রতারণা, পুলিশ পরিদর্শকের স্ত্রী গ্রেপ্তার

প্রেমের ফাঁদ পেতে প্রতারণা, পুলিশ পরিদর্শকের স্ত্রী গ্রেপ্তার

রংপুরে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক পুলিশ পরিদর্শকের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবায় সন্ধ্যায় নগরের কলেজ রোডের বনানী পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওই নারীর নাম কানিজ ফাতিমা (৩৬)। তিনি রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক হাবিবুর রহমানের স্ত্রী।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গত রোববার রাতে এ চক্রের প্রধান শাহারুখ করিম (৩৪) ও তাঁর স্ত্রী আসমানি আক্তারকে (২৪) গ্রেপ্তার করে র‍্যাব। এ চক্রের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়াসহ টর্চার সেলে নিয়ে নির্যাতনের অভিযোগ রয়েছে।

ওসি আবদুর রশীদ জানান, ২৩ ডিসেম্বর আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি প্রতারণার শিকার হওয়ার অভিযোগে শাহারুখ-আসমানি দম্পতিকে আসামি করে মামলা করেন। সোমবার রাতে এই দম্পতি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তাঁদের চক্রে জড়িত থাকা কানিজ ফাতিমার নাম উঠে আসে। 

বিষয়টি নিশ্চিত হয়েই গেলরাতে কানিজ ফাতিমাকে পুলিশ গ্রেপ্তার করে। আজ বুধবার দুপুরে কানিজ ফাতিমাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মুক্তা মাহমুদ 

এ সম্পর্কিত আরও পড়ুন প্রেমের | ফাঁদ | পেতে | প্রতারণা | পুলিশ | পরিদর্শকের | স্ত্রী | গ্রেপ্তার