আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বজুড়ে একদিনে করোনা সংক্রমণ ২৫ লাখেরও বেশি

বিশ্বজুড়ে একদিনে করোনা সংক্রমণ ২৫ লাখেরও বেশি

করোনার নতুন রূপ ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। কোনও এক দেশে কিছুটা কমলেও অন্য দেশে আবার বেড়ে চলেছে সংক্রমণ। এটি আর এখন কোনও একটি দেশ বা অঞ্চলের সমস্যা না, বৈশ্বিক সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। তবে করোনা আতঙ্কে স্বস্তিতে নেই মানুষ। নতুন বছরের বিশ্ববাসীকে প্রতিদিনই করোনা শনাক্তের উর্ধগতির খবর শুনতে হচ্ছে।

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ২৫ লাখ ৩৫ হাজার ৮৫২ জন। ২৪ ঘণ্টায় মারা গেছে সাত হাজার ২১৪ জন। গেলো ২৪ ঘণ্টায় সুস্থ্ হয়েছে ছয় লাখ ৪৯ হাজার ৬৩৫ জন। এর আগের দিন আক্রান্ত ছিল ২২ লাখ ১০ হাজার ১৯ জন। মৃত্যু ছিল সাত হাজার ৪৩৩ জন।

বিশ্বজুড়ে আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি,২০২২) পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৮৭০ জন। মারা গেছেন ৫৪ লাখ ৮১ হাজার ৮৭৯ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৬১২ জন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বজুড়ে | একদিনে | করোনা | সংক্রমণ | ২৫ | লাখেরও | বেশি