আর্কাইভ থেকে জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে
মূল্যস্ফীতি বিবেচনায় সরকারি চাররিজীবীদের ৫ শতাংশ হারে প্রণোদনা দেয়া হবে। জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২৫ জুন) জাতীয় সংসদে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মচারী যারা আছেন, তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের ৫ শতাংশ এই আপৎকালীন সময়ে প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী আশা করি এ বিষয়টি গ্রহণ করবেন। আমরা ৫ শতাংশ মূল বেতন বিশেষ প্রণোদনা হিসেবে তাঁদের দেব। শেখ হাসিনা বলেন, বছরের শেষে বা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে। প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বেড়েছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশেও৷ সরকারের প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনীতি বিশ্বে এখনও ৩৫তম অবস্থানে৷ অর্থনৈতিক উন্নয়নে ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার চেষ্টা করে যাচ্ছে সরকার। শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের শেষ বাজেট সংসদে উত্থাপিত হয়েছে। তবে একেবারে শেষ বাজেট কিনা, সেই সিদ্ধান্ত জনগণ ভোটের মাধ্যমে নেবে৷ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ সামনের দিনেও এমন সুযোগ করে দেবে এমনটাই প্রত্যাশা করি। রিজার্ভের অবস্থা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বেশি দামে পণ্য আমদানি করতে গিয়েই রিজার্ভে টান পড়েছে৷

এ সম্পর্কিত আরও পড়ুন সরকারি | কর্মকর্তাকর্মচারীদের | বেতন | বাড়ানো | হচ্ছে