আর্কাইভ থেকে জাতীয়

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাতের সময় নির্ধারণ

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাতের সময় নির্ধারণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইতোমধ্যে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠানের সব আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে। এবার জানা গেল জামাতের সময়সূচি। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। সোমবার (২৬ জান) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে এ তথ্য জানা গেছে। তবে আবহাওয়ার কারণে যদি সঠিক সময়ে জামাত অনুষ্ঠিত না হয় তাহলে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এদিকে, মঙ্গলবার (২৭ জুন) জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি সরেজমিন পরিদর্শন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। জাতীয় ঈদগাহ ময়দানের ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে এক সঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করবেন। এ ছাড়াও অনেক মুসল্লি মূল প্যান্ডেলের বাইরে ঈদের জামাত আদায় করতে পারবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন জাতীয় | ঈদগাহে | ঈদুল | আজহার | জামাতের | সময় | নির্ধারণ