দেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে পরাজিত ও নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে সহিংসতার খবর গণমাধ্যমে ফলাও করেই দেখা যায়। অধিপত্য বিস্তারের সংর্ঘষে এবারের নির্বাচনে বেশ কিছু মানুষ নিহতও হয়েছেন।
গেলো ৫ জানুয়ারির নির্বাচনেও দেশে বিভিন্ন স্থানে সংঘর্ষে হতাহত হয়েছে অনেকে।
এসবের মাঝেও অনুকরণীয় দৃষ্টান্ত দেখিয়েখেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান। ভোটের ফলাফলের পর নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মন্নাফ মিষ্টি ও ফুল নিয়ে পরাজিত চেয়ারম্যান ফজলুল করিম বাদলের বাড়িতে যান।
এ সময় একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরস্পরকে মিষ্টি খাইয়ে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানান। নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন। এসময় সাবেক ও নবনির্বাচিত চেয়ারম্যান এলাকার উন্নয়নে কাজ করা ঘোষণা দেন।
তাদের মাঝে এ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেশে স্থানীয়রা দুই চেয়ারম্যানেরই প্রশংসা করেন।