আর্কাইভ থেকে বাংলাদেশ

অনিয়ম দেখলেই ভোট বন্ধ: সিইসি

অনিয়ম দেখলেই ভোট বন্ধ: সিইসি
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট হবে ব্যালটে। এতে কোনো ধরনের অনিয়ম চোখে পড়লে প্রয়োজনে ভোট বন্ধ করা হবে। জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মতবিনিময় সভায় আটজন প্রার্থীর মধ্যে উপস্থিত ছিলেন না আওয়ামী লীগের প্রার্থী মো. এ আরাফাত। তার প্রতিনিধিও ঘণ্টাখানেক পরে আসায় ক্ষুব্ধ হন সিইসি। এ সময় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও নৌকার প্রার্থী না আসার উদাহরণ টানেন প্রধান নির্বাচন কমিশনার। মতবিনিময় সভায় সিইসিসহ নির্বাচন কমিশনাররা শোনেন নির্বাচন নিয়ে প্রার্থীদের প্রত্যাশা, অভিযোগ আর পরামর্শের কথা। প্রার্থীদের কথা শোনার পর সিইসি জানান, যেহেতু আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ইভিএমে হবে না, তাই এর ব্যবহার উপনির্বাচনেও হচ্ছে না। ভোট হবে ব্যালটে। সবাইকে আইন মেনে প্রচারে অংশ নিতে আহ্বান জানান তিনি। সিইসি আরও বলেন, প্রতিটি কেন্দ্রই থাকবে সিসি ক্যামেরার আওতায়। কোনো ধরনের অনিয়ম চোখে পড়লে প্রয়োজনে ভোট বন্ধ করবে কমিশন। এদিকে, সোমবার (২৬ জুন) ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের মো. এ আরাফাত নৌকা ও স্বতন্ত্র প্রার্থী হিরো আলম পেয়েছেন একতারা প্রতীক। রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান। জাকের পার্টির কাজী রাশেদুল হাসান পেয়েছেন গোলাপ ফুল, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আক্তার হোসেন পেয়েছেন ছড়ি, বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন ডাব প্রতীক, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান সোনালি আঁশ আর জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান পেয়েছেন লাঙ্গল প্রতীক। প্রতীক বরাদ্দের পর আজ (মঙ্গলবার) থেকেই প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। এর আগে ১ জুন ইসি সচিব মো. জাহাংগীর আলম এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের দিন ছিল ১৫ জুন, যাচাই-বাছাই করা হয় ১৮ জুন এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২৫ জুন, আর ভোটগ্রহণ করা হবে আগামী ১৭ জুলাই। উল্লেখ্য, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। গত ১৫ মে স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

এ সম্পর্কিত আরও পড়ুন অনিয়ম | দেখলেই | ভোট | বন্ধ | সিইসি