আর্কাইভ থেকে জাতীয়

ঢাকা আসবেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি

ঢাকা আসবেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি
ঢাকা আসবেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি আমিনা জে মোহাম্মদ। ১ জুলাই তার ঢাকা আসার কথা রয়েছে। বর্তমানে তিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রুপের চেয়ারম্যান হিসেবেও কাজ করছেন। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কর্মকর্তা, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সাথে দেখা করবার কথা রয়েছে। উল্লেখ্য বেইজিং থেকে ঢাকা আসছেন আমিনা জে মোহাম্মদ। সফরের অংশ হিসেবে তিনি মোংলা যাবেন। সেখানে পরিদর্শন করবেন আশ্রায়ন প্রকল্প। এছাড়াও জলবায়ু ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথেও কথা বলবেন। ঢাকায় একটি লেকচার সেশনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে একটা পাবলিক লেকচার দেবার কথা রয়েছে তার। এর আগে ২০২০ সালের মার্চে শেষ সময়ে ঢাকা সফর স্থগিত করেন জাতিসংঘের উপ-মহাসচিব আমিনা জে মোহাম্মদ। বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের জেরে তিনি এ সফর স্থগিত করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়। জাতিসংঘের দ্বিতীয় সর্বোচ্চ পদধারী ওই জ্যেষ্ঠ কর্মকর্তার এটাই ছিল প্রথম বাংলাদেশ সফর। দু’দিনের সফরে বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকায় পৌঁছানোর কথা ছিল তার। এদিকে, সংস্থাটির পক্ষ থেকে ঢাকাকে জানানো হয়েছে, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির উন্নতি হলে ও বাংলাদেশ রাজি থাকলে সুবিধাজনক সময়ে তিনি ঢাকা সফর করবেন। প্রসঙ্গত, করোনার প্রাদুর্ভাব ঠেকাতে নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের প্রায় সব কর্মসূচি স্থগিত ও বাতিল করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকা | আসবেন | জাতিসংঘের | আন্ডার | সেক্রেটারি