আর্কাইভ থেকে ফুটবল

ভুটানের বিপক্ষে তারিক কাজীর খেলা অনিশ্চিত

ভুটানের বিপক্ষে তারিক কাজীর খেলা অনিশ্চিত
মালদ্বীপের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে জয়ের পর সেমিফাইনালের আশা দেখছে বাংলাদেশ।  গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল বুধবার ভুটানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। তবে এই ম্যাচে খেলা অনিশ্চিত বাংলাদেশের রক্ষণের ভরসা তারিক কাজীকে নিয়ে। মালদ্বীপের বিপক্ষে ম্যাচে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তারিককে। ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। এরপর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সেই মোতাবেক ভুটানের বিপক্ষে তারিক থাকবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আসবে ম্যাচের ঠিক আগমুহূর্তে। তবে দলের ম্যানেজার আমের খানের বরাত দিয়ে জানা গেছে তারিক ভুটানের বিপক্ষে খেলতে চান। কিন্তু চিকিৎসকরা তাকে খেলতে দিতে নারাজ। আর সে কারণে এখন পর্যন্ত সাফের শেষ ম্যাচ থেকে তার ছিটকে যাওয়াটা অনেকটাই সুনিশ্চিত। আমের জানান, তারিককে নিয়ে আমরা ঝুঁকি নিতে চাই না। বাংলাদেশ যদি সেমিফাইনালে ওঠে, তখন তারিক খেলতে পারবেন। তারিকের না থাকায় ভুটানের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা জেগেছে মেহেদীর। এ ছাড়াও হ্যাভিয়ের ক্যাবরেরার পরিকল্পনায় রয়েছেন বিশ্বনাথ আর তপু বর্মণও।    

এ সম্পর্কিত আরও পড়ুন ভুটানের | বিপক্ষে | তারিক | কাজীর | খেলা | অনিশ্চিত