কিলিয়ান এমবাপ্পে যে ফিরবেন, তা জানা থাকার কথা। রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম ৩ ম্যাচে গোল পাননি। এরপর পরের তিন ম্যাচে ৪ গোল করেছেন এই ফরাসি স্ট্রাইকার। লা লিগায় প্রতিদ্বন্দ্বিতার কথাও সেসময় এমবাপ্পেকে কেউ কেউ স্মরণ করিয়ে দিয়েছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে এস্পানিওলের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে মাদ্রিদ। সেই ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেছেন এমবাপ্পে। এর ফলে টানা তিন লিগ ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেন এই ফুটবলার। গতকাল শুধু গোল করেননি, গোলে সহায়তাও করেছেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মাদ্রিদ। এর কিছুক্ষণ পর ভিনিসিয়াস জুনিয়র মাঠে নামার পর অনেকখানি শক্তি যেন ফিরে পায় তারা। একটি গোল আসে ভিনিসিয়াসের পা থেকে, পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি।
মাদ্রিদের পক্ষে এমবাপ্পে ও ভিনিসিয়াসের পাশাপাশি রদ্রিগো ও দানি কারভাহাল একটি করে গোল করেন।
রিয়াল মাদ্রিদ এখন লা লিগার পয়েন্টি টেবিলের দুই নম্বরে অবস্থান করছে। ৬ ম্যাচ খেলে ৪ জয়, ২ ড্র আছে দলটির। তালিকার শীর্ষে আছে বার্সেলোনা, তাদের পয়েন্ট ১৬।
এম এইচ//