আর্কাইভ থেকে আইন-বিচার

মারধরের বিষয় যা বললেন মিরাক্কেলের রনি

মারধরের বিষয় যা বললেন মিরাক্কেলের রনি
নাটোরের গুরুদাসপুরে মিরাক্কেল খ্যাত আবু হেনা রনিকে মারধর এবং তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল। তিনি নাটোরের সিংড়া উপজেলার বিলদহর এলাকার বাসিন্দা। শুক্রবার (৩০ জুন) রাত ৮টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের আদম শাহ মোড়ের পাশে একটি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে বলে জানা যায়। তবে রনির দাবি ঘটনাটি তার সঙ্গে নয় বরং তার বন্ধুর সঙ্গে ঘটেছে। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান তিনি। রনি তার ওই স্ট্যাটাসে লেখেন, ‌কিছু অপেশাদার সাংবাদিক ভুলভাবে নিউজ করেছে। এজন্য দুঃখিত । পাশের এলাকার সিনেমা হলের সামনে আমার বন্ধুদের সঙ্গে কিছু লোকের কাথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তাদেরই গাড়ি ভাঙচুড় হয়। আমি উপস্থিত থাকায়, যত্ন করে আমার নামটা দিয়েছে। এতে আসল ভিকটিম ও আসল অপরাধি দুজনের নামই ঢাকা পরেছে। যারা আমার আহত হবার খবর শুনে খুশি হয়েছেন ,তাদের জন্য সমবেদনা । আর যারা কষ্ট পেয়েছেন তাদের জন্য ভালোবাসা, চলেন উল্লাস করি 🤣॥’ এর আগে রনি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, তার বন্ধুদের গায়ে হাত তোলা মানে তার গায়ে হাত তোলা। আবু হেনা রনি বলেন, কোন কারন ছাড়াই আমাদের উপর হামলা করা হয়েছে। আমার বন্ধুদের মারপিট করা মানে আমাকেও মারা। এসময় পুলিশ প্রশাসন আন্তরিক বলে উল্লেখ করেন তিনি। তিনি এই অন্যায় হামলার সঠিক বিচার চান। ঘটনাটিতে দুঃখ প্রকাশ করে গুরুদাসপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান জানান, ‌পার্কিং নিয়ে কথাকাটির একপর্যায়ে গাড়ি ভাঙচুর ও মারপিট করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।’আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন মারধরের | বিষয় | মিরাক্কেলের | রনি