আর্কাইভ থেকে অপরাধ

লক্ষীপুরে ইউপি নির্বাচনে সমর্থন না দেওয়ায় হত্যার হুমকি

লক্ষীপুরে ইউপি নির্বাচনে সমর্থন না দেওয়ায় হত্যার হুমকি

লক্ষীপুর জেলার রায়পুরে ইউপি নির্বাচনে সমর্থন না দেওয়ায়  আবুল বাসার (৬৫) নামে এক ব্যাক্তিকে পরিবারসহ  গ্রাম ছাড়ার ও হত্যার হুমকি দেওয়া হয়েছে।
 
শনিবার (৮ জনুয়ারি) সন্ধ্যায় রায়পুর থানায় একটি জিডি করে ভুক্তভুগী আবুল বাসার। ভুক্তভোগী আবুল বাসার রায়পুরে উপজেলার করোয়া ইউনিয়নের লধুয়া গ্রওমর বাসিন্দা।

ভু্ক্তভোগী জিডিতে উল্লেখ করেন, কেরোয়া ইউনিয়নের ০৫ নং ওর্ডের পরাজিত মেম্বার প্রর্থী পাটুয়ারীকে নির্বাচনের  সময় সমর্থন না দেওয়ায় আমার উপর ক্ষিপ্ত ছিলেন এর জের ধরে শুক্রবার সন্ধায় আমি বাজার থেকে আসার পথে মিলিন পাটুয়ারীসহ ৪/৫ জন দূর্রত্তসহ দেশীয় অস্ত্র প্রদর্শন করে আমাকে ও আমার পরিবারকে গ্রাম ছাড়ার হুমকি দেয়। 

এ বিষয়ে রায়পুর থানার  ভারপ্রাপ্ত কর্মকতা ওসি শিপন বড়ুয়া জানান, থানায়  অভিযোগ নেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন লক্ষীপুরে | ইউপি | নির্বাচনে | সমর্থন | দেওয়ায় | হত্যার | হুমকি