আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বজুড়ে আজও করোনা সংক্রমণ ১৮ লাখের বেশি

বিশ্বজুড়ে আজও করোনা সংক্রমণ ১৮ লাখের বেশি

করোনার নতুন রূপ ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। কোনও এক দেশে কিছুটা কমলেও অন্য দেশে আবার বেড়ে চলেছে সংক্রমণ। এটি আর এখন কোনও একটি দেশ বা অঞ্চলের সমস্যা না, বৈশ্বিক সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। তবে করোনা আতঙ্কে স্বস্তিতে নেই মানুষ।

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ৬৯৮ জন। ২৪ ঘণ্টায় মারা গেছে তিন হাজার ৩১৮ জন। গেলো ২৪ ঘণ্টায় সুস্থ্ হয়েছে পাঁচ লাখ ৪৫ হাজার ৯৯১ জন। এর আগের দিনও আক্রান্ত ছিল ২২ লাখ ৪৬ হাজার। মৃত্যু ছিল ৫ হাজার ২৩০ জন।

বিশ্বজুড়ে আজ সোমবার (১০ জানুয়ারি,২০২২) পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ কোটি ৭৮ লাখ ৯০ হাজার ৮৩২ জন। মারা গেছেন ৫৫ লাখ ৫ হাজার ৮৮৩ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫ কোটি ৯৫ লাখ ৩৫ হাজার ৯৯২ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বজুড়ে | আজও | করোনা | সংক্রমণ | ১৮ | লাখের | বেশি