আর্কাইভ থেকে বাংলাদেশ

ফেন্সি বেগমের ভ্যানিটিব্যাগে ফেনসিডিল

ফেন্সি বেগমের ভ্যানিটিব্যাগে ফেনসিডিল

ভ্যানিটিব্যাগে ফেনসিডিল পাচারের সময় দিনাজপুরের বিরামপুর উপজেলায় ফেন্সি বেগম (৩৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ জানুয়ারি) রাতে উপজেলার বিরামপুর কাটলা পাকাসড়কের ওপর থেকে তাকে আটক করা হয়।

আটক ফেন্সি বেগম উপজেলার কাটলা ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ দাউদপুর গ্রামের কবিরাজপাড়ার মাহাবুর আলমের স্ত্রী। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে তিনি দীর্ঘদিন ধরেই এই  মাদক ব্যবসা করছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ১০ বোতল ফেনসিডিলসহ ফেন্সি বেগম (৩৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ।

রোববার রাত ৮টায় বিরামপুর পৌরশহরের মাহমুদ মহল্লার ঘাটপাড় ব্রিজের পশ্চিম পাশে বিরামপুর-কাটলা পাকাসড়কে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় ভ্যানিটিব্যাগে করে ফেন্সি বেগম নামের এক নারী অভিনব কায়দায় ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় ১০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে রাতে বিরামপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারায় মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মুক্তা মাহমুদ 

এ সম্পর্কিত আরও পড়ুন ফেন্সি | বেগমের | ভ্যানিটিব্যাগে | ফেনসিডিল