রহস্যজনক কারণে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার প্রার্থী আইভী রহমানকেকে সমর্থন দিচ্ছেন না শামীম ওসমান। আইভী নারায়ণগঞ্জের গডমাদার। বললেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার।
আজ সোমবার (১০ জানুয়ারি) সকালে মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রচারণা শুরুর সময় সাংবাদিকদের একথা বলেন তিনি।
অপরদিকে, আইভী বলেছেন- গডফাদারের কোলে বসে নির্বাচন করছেন তৈমুর আলম খন্দকার। তৈমুর শামীম ওসমানের তোতা পাখি।
এদিকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সেলিনা হায়াৎ আইভিকে নিয়ে আওয়ামী লীগে কোনও বিভক্তি নেই, সবাই ঐক্যবদ্ধ।