আর্কাইভ থেকে বাংলাদেশ

টেইলরকে বিদায়ী সম্মননা দিলো বাংলাদেশ

টেইলরকে বিদায়ী সম্মননা দিলো বাংলাদেশ

ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গেছেন রস টেলর। ক্রাইস্টচার্চে চলমান বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে সাদা পোশাকে ইতি টানতে যাচ্ছেন এই অভিজ্ঞ কিউই ব্যাটার। শেষ বেলায় তাই টেলরকে দারুণ এক উপহার দিয়েছে টিম বাংলাদেশ। টেস্টের দ্বিতীয় দিনে ঘটেছে এই ঘটনা। 

দ্বিতীয় দিন সকালে শতক হাঁকানো ডেভন কনওয়েকে রান আউটের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। তারপরই মাঠে নামেন টেলর। তিনি মাঠে প্রবেশের সময় বাংলাদেশের ক্রিকেটাররা দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সম্মান জানান। এসময় একাদশের বাইরের ক্রিকেটাররাও ড্রেসিংরুম থেকে বের হয়ে আসেন।

কিউইদের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ১১২তম টেস্টে খেলছেন টেলর। ১৯ সেঞ্চুরি আর ৩৫ হাফ সেঞ্চুরি করা এই ক্রিকেটার নিঃসন্দেহে ২২ গজের অনন্য একজন। বিদায় বেলায় তাকে দেওয়া এমন সম্মান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসিয়েছে বাংলাদেশকে। যদিও শেষ টেস্টের প্রথম ইনিংসটি অবশ্য বড় করতে পারেননি টেলর। ৩৯ বল খেলে করেছেন ২৮ রান। এবাদত হোসেনের বলে শরিফুল ইসলামের তালুবন্দী হলে মাঠ ছাড়েন টেলর। এর আগে সিরিজের প্রথম টেস্টেও নিষ্প্রভ ছিলেন এই কিউই কিংবদন্তী ব্যাটার।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন টেইলরকে | বিদায়ী | সম্মননা | দিলো | বাংলাদেশ