গডফাদারের কোলে বসে নির্বাচন করছেন তৈমুর আলম খন্দকার। শামীম ওসমান যা শিখিয়ে দেনে তাই তোতাপাখির মতো বলছেন তৈমুর আলম। তৈমুর শামীম ওসমানের তোতা পাখি। বললেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
আজ সোমবার (১০ জানুয়ারি) সকালে নারায়নগঞ্জের এক মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আচরণ বিধি লংঘন, সিটি কর্পোরেশনের কর্মচারী-কর্মকর্তা আইভির সঙ্গে জনসংযোগ করছেন তৈমুরের এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তৈমুর অভিযোগের জন্য অভিযোগ করেছেন। তার কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকলে দেখাতে বলুন।
আইভি বলেন, বিগত ১৮ বছরে তৈমুর আলেমকে দেখিনি কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। আজকে তিনি যাদের প্রার্থী হয়েছেন তারা নাকি তাকে গুলি করে বের করে দিয়েছেন। আজকে এসব অভিযোগরে কথা কেনো বলছেন না । গতকাল তিনি সংবাদ সম্মেলন করে শামীম ওসমান যা বলেছেন তাই তোতোপাখির মতো বলেছেন।
তিনি আরও বলেন, শামীম ওসমান তাকে সমর্থন না দিলেও সিটিবাসী ও ভোটাররা তার সঙ্গে আছেন।
তাসনিয়া রহমান