আফগানিস্তানের পূর্বাঞ্চলের পাকটিকা প্রদেশে মঙ্গলবার রাতে পাকিস্তানের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অনেক শিশু ও নারী রয়েছে। ফ্রান্সের সংবাদমাধ্যম এএফপি’র বরাতে ভারতের সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনি জানানো হয়েছে।
বুধবার বিমান হামলার বিষয়ে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, মঙ্গলবার রাতে পাকটিকা প্রদেশের বারমাল জেলার চারটি স্থানে পাকিস্তানের বিমান হামলায় ৪৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
পাকিস্তানের এই বিমান হামলাকে ‘বর্বর ও স্পষ্ট আগ্রাসন’ উল্লেখ করে জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের এই বিমান হামলার জবাব আফগানিস্তান অবশ্যই দিবে। ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষা করা দেশটির অবিচ্ছেদ্য অধিকার বলে বিবেচনা করেন তারা।
স্থানীয় বাসিন্দা মালিল জানায়, অন্তত তিনটি বাড়ি বিমান হামলার মুখে পড়ে। এর মধ্যে একই বাড়িতে থাকা ১৮ জন সদস্যের সবাই মারা গেছেন। আরেকটি বাসায় তিনজন মারা গেছে্ন। এছাড়া অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনএস/