চাঁদপুরের হাইমচরে জাহাজে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আকাশ মণ্ডল ওরফে ইরফান (২৬)। তিনি ক্ষোভ থেকে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াকে হত্যা করেন। এরপর ধরা পড়ার ভয়ে অন্যদের হত্যার পরিকল্পনা করেন। আকাশ একাই এ ঘটনার সঙ্গে যুক্ত।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে র্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
দীর্ঘ ৮ মাস ধরে মালিক কোনো প্রকার বেতন ভাতা দিতেন না, দুর্ব্যবহারও করতেন। সেখান থেকেই জাহাজের মাস্টার গোলাম কিবরিয়ার ওপর ক্ষোভ জমে আকাশ মন্ডলের।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত বেতন-ভাতা ও ছুটি না পাওয়ার জেরে এমভি আল-বাখেরা জাহাজের মাস্টারের প্রতি ক্ষিপ্ত ছিলেন আকাশ। ঘটনার সময় খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে প্রথমে মাস্টারকে হত্যা করেন তিনি। এরপর চিন্তা করেন, অন্যরা জীবিত থাকলে তিনি সহজেই ধরা পড়ে যাবেন। তখন জাহাজে থাকা বাকি সবাইকে হত্যার পরিকল্পনা করেন তিনি। জাহাজে থাকা অন্য সাতজনকে আঘাত করেন। এর মধ্যে একজন বেঁচে যান।
পালিয়ে থাকা আকাশ মণ্ডলকে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
এম এইচ//