বাংলাদেশ

জানুয়ারিতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

বায়ান্ন প্রতিবেদন

ছবি: ফাইল

আগামী জানুয়ারি মাসের প্রথমার্ধে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি গণমাধ্যমে জানান, জানুয়ারির প্রথমার্ধে চিকিৎসার জন্য লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি।’

বিএনপির কিছু সূত্র বলছে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিসটেন্স স্পেশালাইজডয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে তাঁকে অন্য একটি দেশে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে। দেশটি যুক্তরাষ্ট্র বলে জানা যাচ্ছে। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে এরমধ্যে অন্তত ১৫ জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।

গত ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেয়ার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণে সেই সমাবেশ স্থগিত করা হয়।

এম এইচ//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন খালেদা জিয়া | লন্ডন | চিকিৎসা