বাংলাদেশ

শুধু একটা নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়নি: আসিফ মাহমুদ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

শুধু একটা নির্বাচন বা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয়নি। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২৫ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘এই গণ-অভ্যুত্থানের যে এক দফা ছিল, তা হলো স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বলতে আমরা স্পষ্টভাবে বুঝি, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সব প্রতিষ্ঠানকে ধ্বংস অবস্থায় রেখে যাওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে, এক দফা বাস্তবায়নের জায়গা থেকে আমরা মনে করি, সংস্কারের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয়নি। আমরা ধারণা করছি, ২ সহস্রাধিক মানুষ শহীদ ও ২০ হাজারের বেশি আহত।’

অন্তর্বর্তী সরকারের পরিস্কার ম্যান্ডেট হচ্ছে সংস্কার কার্যক্রম এমনটি মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ। তিনি বলেন, ‘জনগণ যেভাবে চায়, আমরা সেভাবে বাংলাদেশকে গড়তে চাই। প্রতিটি প্রতিষ্ঠান যেন জনবান্ধব হয়ে কাজ করতে পারে, সেভাবেই গড়ে দিয়ে যেতে চাই।’

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঠাকুরগাঁও কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথসহ সংশ্লিষ্টরা।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | সংস্কার | নির্বাচন | ভোট