আর্কাইভ থেকে ক্রিকেট

বললেন তামিম, ‘আমি শতভাগ ফিট নই, তবে খেলবো’

বললেন তামিম, ‘আমি শতভাগ ফিট নই, তবে খেলবো’
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে পিঠের পুরোনো ব্যথা ফিরে আসায় তামিম ইকবালকে ম্যাচে পাওয়া যায়নি। সম্প্রতি চোট কাটিয়ে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই অনুশীলনে ফেরেন বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক। তবে ম্যাচে আগের দিন সংবাদ সম্মেলনে তামিম জানালে পুরো ফিট নন তিনি। অবশ্য তামিম সম্পূর্ণ ফিট না থাকলেও নিশ্চিত করেছেন প্রথম ওয়ানডেতে খেলবেন। মঙ্গলবার (৪ জুলাই) চট্টগ্রামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেন, “আমি অবশ্য কালকের জন্য (প্রথম ওয়ানডে) অ্যাভেইলেবল। শরীরটা আগের চেয়ে ভালো। তবে এটা বলবো না, পুরোপুরি শতভাগ (ফিট আছে)। খেলার পর বুঝতে পারবো কি অবস্থা। এখন পর্যন্ত আমি আগামীকাল (বুধবার) খেলবো।” এদিকে দলের পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তনেরও ইঙ্গিত দিলেন তামিম। এক্ষেত্রে মেডিকেল বিভাগের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানালেন লাল-সবুজের এই প্রাণভোমরা। তামিমের বলেন, “আমি দেখতে চাই, আমি কতটুকু মানিয়ে নিতে পারছি, আর পারছি না। কিন্তু আমি এমন কাজ করবো না, যেটাতে দল ভুক্তভোগী হয়। আমি সবসময় বলি, ব্যক্তি খেলোয়াড় থেকে দল সবচেয়ে আগে। এখন মনে হচ্ছে, আমি আগামীকালের (৫ জুলাই) জন্য প্রস্তুত। খেলার সময় যদি অনুভব করি, আমি প্রস্তুত না অথবা ঝুঁকি হতে পারে, এ রকম কিছু; তাহলে আমি ও মেডিকেল বিভাগ মিলে সিদ্ধান্ত নেব। এখন আমি ফিট আগামীকালের জন্য, দেখা যাক কী হয়।”  

এ সম্পর্কিত আরও পড়ুন তামিম | শতভাগ | ফিট | নই | খেলবো