দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি কেন আগে এভারকেয়ার হাসপাতালে গিয়ে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে না দেখে সরাসরি সংবর্ধনাস্থলে এসেছেন, তার ব্যাখ্যাও দেন।
তারেক রহমান বলেন, একজন সন্তান হিসেবে আমার মন পড়ে আছে অসুস্থ মায়ের শয্যার পাশে। তবে যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদেরকে আমি ফেলে যেতে পারি না।
তিনি বলেন, “হাসপাতালে যাওয়ার আগে সারা দেশের মানুষ যারা আমাকে দেখছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাতেই আজ এখানে দাঁড়িয়েছি।”
তারেক রহমান বলেন, মানুষ যে ধর্মেরই হোক, যে শ্রেণি বা রাজনৈতিক মতাদর্শেরই হোক—সবাইকে এক হয়ে দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে হবে।
তিনি বলেন, আমাদের যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিহার করতে হবে। আমাদের যেকোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এসময় তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
এমএ//