আর্কাইভ থেকে এশিয়া

ছয়দিনের মাথায় ফের উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ছয়দিনের মাথায় ফের উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

প্রথম পরীক্ষার ছয়দিনের মাথায় আবারো ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকালে ওই ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে তারা। ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার একটি এলাকা থেকে পূর্ব উপকূলের সাগরের দিকে ছোড়া হয়েছে।   

আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ শনাক্ত হয়, যেটি সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এক বিবৃতিতে এ তথ্য জানান, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)।

তিনি বলেন,  সেনাবাহিনী উত্তর কোরিয়ার ছোড়া সন্দেহভাজন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এটি ভূমি থেকে পূর্ব সাগরে ছোড়া হয়েছে।’ দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্তৃপক্ষ এবং যুক্তরাষ্ট্র বিস্তারিত বিশ্লেষণ প্রক্রিয়া চালাচ্ছে।

উত্তর কোরিয়াকে ছয়টি দেশ উস্কানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দেওয়ার কয়েকদিনের মধ্যে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হলো।


তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন ছয়দিনের | মাথায় | ফের | উত্তর | কোরিয়ার | ক্ষেপণাস্ত্র | পরীক্ষা