আর্কাইভ থেকে আন্তর্জাতিক

করোনাভাইরাস ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর

করোনাভাইরাস ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর

প্রাণঘাতী করোনা ভাইরাসের একটি কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের দাবী করছে মার্কিন ওষুধ প্রস্ততকারক কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। তারা বলছে, ভ্যাকসিনটি ৯৫ শতাংশ কার্যকর।
 
ভ্যাকসিনটি একটি প্লেসবো-স্যালাইন সলিউশনের মাধ্যমে তাদের ১৭০ জন করোনা সংক্রামিত স্বেচ্ছাসেবীর ওপর প্রয়োগ করে তাদের মধ্যে ১৬২ জনের আশানুরূপ ফলাফল দেখা যায় .অর্থাৎ ভ্যাকসিনটির ৯৫ শতাংশ কার্যকরীতা প্রমাণিত হয়।

যুক্তরাষ্ট্রেরই বায়োএনটেক কোম্পানির সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন উৎপাদন করেছে ফাইজার। এই কোম্পানির ভ্যাকসিনের খবর প্রকাশিত হওয়ার পর বিশ্বব্যাপী সাড়া পড়ে গেছে এবং এখন পর্যন্ত স্বেচ্ছায় ৪৩ হাজার ৬'শ ৬১ জন মানুষ পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন করেছেন এবং ৪১ হাজার ১'শ ৩৫ জন ভ্যাকসিন বা প্লাসবো এর দ্বিতীয় ডোজ পেয়েছেন তাতে এর ৯৫ ভাগ কার্যকারিতা প্রমাণিত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের এ কোম্পানি ঘোষণা করেছে, তারা চলতি বছরের শেষ নাগাদ ইউরোপীয় ইউনিয়নকে করোনা-ভ্যাকসিন সরবরাহ শুরু করতে পারবে।ফাইজার ও বায়োএনটেক চলতি নভেম্বর মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক সংস্থা- এফডিআই’র কাছে এই ভ্যাকসিন বিক্রির লাইসেন্সের জন্য আবেদন করবে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন করোনাভাইরাস | ভ্যাকসিন | ৯৫ | শতাংশ | কার্যকর