আর্কাইভ থেকে ইউরোপ

ইউক্রেন ন্যাটো সদস্যপদ পাওয়ার যোগ্য : এরদোগান

ইউক্রেন ন্যাটো সদস্যপদ পাওয়ার যোগ্য : এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগান বলেছেন, ইউক্রেন ন্যাটো সদস্যপদ পাওয়ার যোগ্য। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিকে এ কথা বলেন। তবে এরদোগান একইসঙ্গে মস্কোর সাথে শান্তি আলোচনায় বসতে জেলেনস্কিকে আহ্বান জানান। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে এক যৌথ সাংবাদিক সম্মেলনে এরদোগান বলেন, ইউক্রেন ন্যাটো সদস্যপদ পাওয়ার যোগ্য এ বিষয়ে কোন সন্দেহ নেই। তবে উভয়পক্ষের শান্তি আলোচনায় ফেরা উচিত। এদিকে, ইউক্রেনে গুচ্ছ অস্ত্র সরবরাহ করার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা করেছে রাশিয়া। এ ধরনের অস্ত্রকে গণহত্যার পন্থা ও বিশ্ব শান্তির জন্য একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করে মস্কো এ নিন্দা করে। দেশটির বার্তা সংস্থা রিয়া নভোস্তি শুক্রবার এ কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্র শুক্রবার ইউক্রেনে গুচ্ছ অস্ত্র পাঠানোর সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে। এ ধরনের অস্ত্র বিশ্বের ১২৩টি দেশ দ্বারা একটি আন্তর্জাতিক কনভেনশনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়। ২০১০ সালে কার্যকর করা গুচ্ছ অস্ত্র কনভেনশন এ ধরনের অস্ত্রের ব্যবহার, উৎপাদন, স্থানান্তর এবং মজুদ নিষিদ্ধ করা হয়। তবে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন এ কনভেশনে স্বাক্ষর করেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন ইউক্রেন | ন্যাটো | সদস্যপদ | পাওয়ার | যোগ্য | | এরদোগান