সাকিব আল হাসানের শেষ ম্যাচ! টেস্ট ক্রিকেটে দেশের বাইরে হিসাবটা এমনই। দেশে ফিরে সাদা পোশাকে বিদায় নেয়ার ইচ্ছা এই অলরাউন্ডারের। তবে সাকিবের নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কা রয়ে গেছে। কানপুরে ভারতের মাটিতে এই ম্যাচটি সাকিবের জন্য বেশ কিছু দিক দিয়েই হয়তো শেষ হিসেবে বিবেচিত হবে।
ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ৭ উইকেটে পরাজয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দাঁড়িয়ে ছিলেন সাকিব। সেখানে সাকিবকে নিজের ব্যাট উপহার দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার ভিরাট কোহলি। সেই ব্যাটে কোহলির সিগনেচার করা ছিল। সাকিব বিশ্ব ক্রিকেটের পরিচিত এক নাম। তার জন্য কোহলি এতটুকু নিবেদন নিজের পক্ষ থেকে বোধ করেছেন।
ভারতের বিপক্ষে ব্যাট ও বল হাতে তেমন উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই সাকিবের। কানপুর টেস্টে দুই ইনিংসে ৯ ও ০ রানে ফিরেছেন। অন্যদিকে বল হাতে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে কিছুটা আলো ছড়িয়েছেন।
ভারতের জন্য বাংলাদেশ দলের লক্ষ্যমাত্রা দাঁড়ায় কেবল ৯৫ রান। সেই রান পেরোতে ২ সেশন সময় পেয়েছিল রোহিত শর্মারা। যা প্রায় দেড় সেশন বাকি থাকতেই পেরিয়ে যায় স্বাগতিকরা।
এম এইচ//