আর্কাইভ থেকে বলিউড

আরো ১০ দিন আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন সুরসম্রাজ্ঞী

আরো ১০ দিন আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন সুরসম্রাজ্ঞী

আইসিইউতে ভর্তি আছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ভারতীয় গণমাধ্যমে তাঁর পরিবার থেকে জানানো হয়, করোনা সংক্রমণ ধরা পরায় লতার বয়সের কথা চিন্তা করেই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে তাঁকে।  

গতকাল বুধবার (১২ জানুয়ারি) হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আগামি ১০ থেকে ১২ দিন কিংবদন্তী এই শিল্পীকে আইসিইউতেই থাকতে হবে। করোনার পাশাপাশি লতার নিউমোনিয়া আক্রান্তের কথা জানিয়েছেন চিকিৎসকরা। 

উল্লেখ্য,গত মঙ্গলবার (১১ জানুয়ারি) লতা মঙ্গেশকরের কোভিড রিপোর্ট পজিটিভ আসায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

স্বস্তির খব এই যে এখনও পর্যন্ত অক্সিজেনের সাহায্য নিতে হয়নি শিল্পীকে। অক্সিজেন স্যাচুরেশনও ঠিক আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই আগামি ১০ দিন কোনো রকম ঝুঁকি নিতে চান না তাঁরা।

২০১৯ সালেও আরো একবার  শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। চেস্ট ইনফেকশনের কারণেই শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। গেল বছর পুরো করোনাকালীন যথেষ্ট সাবধানতা বজায় রেখেই চলেছেন তিনি। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতেও দেখা যায় নি তাঁকে। ৯২ বছর বয়সী লতা মঙ্গেশকর করোনায় আক্রান্ত হওয়ার খবরে স্বাভাবিক ভাবেই চিন্তায় আছেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার এই খবর জানার উদ্বিগ্ন তাঁর অনুরাগীরাও। কিংবদন্তী শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন বিনোদন জগতের সকলেই।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন আরো | ১০ | দিন | আইসিইউতে | পর্যবেক্ষণে | থাকবেন | সুরসম্রাজ্ঞী