আর্কাইভ থেকে ক্রিকেট

যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে রংপুর রাইডার্স খেলবে আটলান্টা রাইডার্স নামে

যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে রংপুর রাইডার্স খেলবে আটলান্টা রাইডার্স নামে
যুক্তরাষ্ট্র ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ইউএস মাস্টার্স টি১০ লিগে নাম লিখিয়েছে বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আগের বছরই যুক্তরাষ্ট্র ক্রিকেটের দল আটলান্টা ফায়ারের সঙ্গে পার্টনারশিপ করেছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দলটি। এবার তাদের সঙ্গে জোঁট বেঁধে আটলান্টা রাইডার্স নামে নতুন দল গঠন করেছে রংপুর রাইডার্স। রোববার রংপুর রাইডার্স তাদের ফেসবুক একাউন্ট থেকে একটি পোস্ট নিশ্চিত করেছে এ তথ্য। আটলান্টা রাইডার্সের জার্সিতে  খেলবেন বাংলাদেশি পাঁচ ক্রিকেটার। নাসির হোসেন, ফরহাদ রেজাসহ দলে আছেন ইলিয়াস সানি, জুনায়েদ সিদ্দিকী ও কামরুল ইসলাম রাব্বি।   বাংলাদেশ ছাড়াও ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। লিগে আটলান্টার হয়ে আরও খেলবেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার লেন্ডল সিমন্স, ডুয়াইন স্মিথ, অস্ট্রেলিয়ার ডেভিড হাসি, পাকিস্তানের হাম্মাদ আজম, নিউজিল্যান্ডের গ্র্যান্ড ইলিয়ট। এ ছাড়াও ইতোমধ্যেই শ্রীলঙ্কার চতুরঙ্গ ডি সিলভা, পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান, ভারতীয় পেসার শ্রীশান্ত, জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা আর শ্রীলঙ্কার আমিলা আপানসু নিশ্চিত করেছেন তাদের সার্ভিস। সবকিছু ঠিক থাকলে আগামি আগস্টে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। আটলান্টা রাইডার্স স্কোয়াড: লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), রবিন উথাপ্পা (ভারত), ডুয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড হাসি (অস্ট্রেলিয়া), নাসির হোসেন (বাংলাদেশ), হাম্মাদ আজম (পাকিস্তান), গ্র্যান্ট ইলিয়ট (নিউ জিল্যান্ড), ফরহাদ রেজা (বাংলাদেশ), চাতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা), কামরুল ইসলাম রাব্বি (বাংলাদেশ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), শ্রীশান্ত (ভারত), হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে), জুনায়েদ সিদ্দিকী (বাংলাদেশ), ইলিয়াস সানি (বাংলাদেশ) ও আমিলা আপানসু (শ্রীলঙ্কা)।          

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রের | টিটেন | লিগে | রংপুর | রাইডার্স | খেলবে | আটলান্টা | রাইডার্স | নামে