আন্তর্জাতিক

ইরানি গুপ্তচরের তথ্যে প্রাণ হারান হাসান নাসরুল্লাহ!

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের বৈরুতে ইসরাইলের বিমান হামলায় মারা যান হাসান নাসরুল্লাহ। ছবি-সংগৃহীত।

বিমান হামলার আগে লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে এক ইরানি গুপ্তচর ইসরাইলকে তথ্য দিয়েছিল। 

ফরাসি সংবাদমাধ্যম লে পেরিসিয়ানের বরাতে রোববার (২৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

হাসান নাসরুল্লাহ সংগঠনটির শীর্ষ নেতাদের সাথে বৈরুতে হিজবুল্লাহর সদরদপ্তরে সভা করবেন, এমন তথ্য ইরানি ওই গুপ্তচর ইসরাইলি কর্তৃপক্ষকে আগেই জানায়।

এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, নাসরুল্লাহকে হত্যা ইসরাইলের গোয়েন্দা সংস্থার এক অনন্য সফলতা। দেশটি তাদের শত্রু হিজবুল্লাহ ও সংগঠনটির যোদ্ধাদের বিষয়ে জানার জন্য গোয়েন্দা ও প্রযুক্তিতে অনেক বেশি বিনিয়োগ করেছে।

হিজবুল্লাহ নেতাদের মোবাইল ও অন্যান্য যোগাযোগের মাধ্যম হ্যাক করার জন্য, ইউনিট 8200 নামে ইসরাইলের সিগনাল ইন্টেলিজেন্স এজেন্সি অত্যাধুনিক মানের সাইবার যন্ত্র তৈরি করে। 

গেল শনিবার ইসরাইলের নিরাপত্তা বাহিনী আইডিএফ এক্স পোস্টে হিজবুল্লাহ প্রধানের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলে, হাসান নাসরুল্লাহ আর কোন দিন বিশ্বকে ভয় দেখাতে পারবে না।

ইসরাইল নাসরুল্লাহর মৃত্যুর খবর জানানোর পরপরই হিজবুল্লাহ এক বিবৃতিতে তাদের প্রধান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।  

 এনএস/      

এ সম্পর্কিত আরও পড়ুন হাসান নাসরুল্লাহ