আন্তর্জাতিক

লেবাননে আবারও ইসরাইলি হামলা, নিহত ৪৬ জন

বৈরুতের দক্ষিণ শহরতলীতে ইসরাইলের বিমান হামলায় আগুন ও ধোঁয়া উড়ছে, বৃহস্পতিবার ছবি: রয়টার্স

লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরাইল। রাতভর এই হামলায় গত ২৪ ঘণ্টায় ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা’র তথ্যমতে, বুধবার (২ অক্টোবর) লেবাননের রাজধানী বৈরুত ও এর আশপাশের এলাকাতে বিমান হামলা চালায় ইসরাইল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে জানা যায়, ইসরাইলের এই হামলায় ৪৬ জন মানুষ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮৫ জন।

ইসরাইলি বাহিনীর দাবি, বুধবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ২৪০ টির মতো রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরাইলি সৈন্যদের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৮ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন।

দুই ঘণ্টার কম সময়ের মধ্যে ৩ ধাপে এসব রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে তারা।

এরমধ্যে গাজায় ইসরাইলের আক্রমণ চলমান রয়েছে। সেখানে আক্রমণ আরও শক্তভাবে করার পরিকল্পনা করছে তারা। এর আগে, গত ২৭ সেপ্টেম্বর ইসরাইলের বিমান হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন লেবানন | ইসরাইল