আন্তর্জাতিক

হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাসেম

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

সরাইলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে শেখ নাইম কাসেমকে নির্বাচিত করা হয়েছে। তিনি এতদিন লেবাননের প্রতিরোধ যোদ্ধাদলটির উপমহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) একটি লিখিত বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের দলের নীতিমালা ও লক্ষ্যের প্রতি ৭১ বছর বয়সী কাসেমের আনুগত্যের কারণে তাকে এই পদে নির্বাচিত করা হয়েছে।

এতে আরও বলা হয়, হিজবুল্লাহর শূরা কাউন্সিল হিজবুল্লাহর মহাসচিব হিসেবে শেখ নাইম কাসেমকে নির্বাচিত করতে সম্মত হয়েছে। তিনি এই মহৎ যাত্রায় বরকতময় পতাকা বহন করবেন এবং হিজবুল্লাহ ও ইসলামিক প্রতিরোধের নেতৃত্বে আল্লাহর কাছে দিকনির্দেশনা কামনা করবেন।

 

এর আগে, গেলো ২৭ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদরদপ্তরে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। পরের দিন ২৮ সেপ্টেম্বর ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তিনি ৩২ বছর হিজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

কেএস// 

এ সম্পর্কিত আরও পড়ুন হিজবুল্লাহ