আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ম্যাথু ওয়েড। অবসর গ্রহণের পরপর কোচিংয়ের সঙ্গে যুক্ত হয়েছেন এই ক্রিকেটার। পাকিস্তানের বিপক্ষে পরের মাসে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেখানে সহকারী কোচের দায়িত্ব পালন করবেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন ওয়েড। তখন বোঝা যাচ্ছিল, তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ সময় চলে এসেছে। তিনি লাল বলের ক্রিকেট থেকে চলতি বছরের মার্চে অবসর নেন।
৩৬ বছর বয়সী ওয়েড অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। সেইসাথে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টগুলো খেলবেন। হোবার্ট হারিকেনসের হয়ে বিগ ব্যাশ লিগে খেলার কথা রয়েছে তার।
ওয়েড বলেন, ‘আমি জানতাম, সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের সময় শেষ হয়ে আসছে। আমার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ও কোচিং নিয়ে জর্জ (বেইলি) ও অ্যান্ড্রু’র (ম্যাকডোনাল্ড) সঙ্গে গত ৬ মাস ধরেই কথাবার্তা চলছে।‘
অস্ট্রেলিয়ার জার্সিতে সবমিলিয়ে ৩৬ টি টেস্ট, ৯৭ টি ওডিআই ও ৯২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ম্যাথু ওয়েড। তিনি অস্ট্রেলিয়ার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে দলের হয়ে বড় ভূমিকা রাখেন।
এম এইচ//