তথ্য-প্রযুক্তি

স্মার্টফোন স্টোরেজ ফাঁকা করার সহজ উপায়

বায়ান্ন প্রতিবেদন

বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো স্টোরেজ সমস্যা।  অ্যাপ, ছবি, ভিডিও, গেম—এসব মিলিয়ে ফোনের স্টোরেজ দ্রুতই ভরে যায়। আর এতে ফোনের পারফরম্যান্স কমে যায়। তবে চিন্তার কিছু নেই, কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করলেই আপনি আপনার ফোনের স্টোরেজ ফাঁকা করতে পারবেন।

অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন

প্রথমেই, আপনার ফোনে থাকা অপ্রয়োজনীয় অ্যাপগুলো ডিলিট করা উচিত। যেসব অ্যাপ নিয়মিত ব্যবহার করা হয় না সেগুলো রাখার কোনো দরকার নেই। এতে শুধু আপনার ফোনের স্টোরেজই নয়, এর পারফরম্যান্সও উন্নত হবে।

বড় ফাইল সংরক্ষণে সতর্ক থাকুন

স্মার্টফোনে বড় ফাইল যেমন সিনেমা, ভিডিও, গেম ইত্যাদি ডাউনলোড করে রাখার অভ্যাস অনেকেরই আছে। এগুলো ফোনের স্টোরেজে বড় জায়গা দখল করে থাকে। যার ফলে ফোনের গতি কমে যায়।  তাই এসব বড় ফাইল প্রয়োজন শেষে ডিলিট করে দিতে হবে বা  ক্লাউড স্টোরেজে সংরক্ষণ করতে হবে।

ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন

ফোনের স্টোরেজে চাপ কমাতে গুগল ফটো, মাইক্রোসফট ওয়ানড্রাইভের মতো ক্লাউড স্টোরেজ সেবা ব্যবহার করা অত্যন্ত কার্যকর। এর ফলে আপনি আপনার ছবি, ভিডিও ও অন্যান্য বড় ফাইল ক্লাউডে রাখতে পারবেন, আর ফোনে থাকবে পর্যাপ্ত ফাঁকা জায়গা।

অ্যাপ ক্যাশ এবং অপ্রয়োজনীয় ডেটা মুছে ফেলুন

প্রায়শই বিভিন্ন অ্যাপ ব্যবহার করলে, তা ক্যাশ এবং ডেটা আকারে ফোনের স্টোরেজে জায়গা নেয়। অ্যাপগুলোর ক্যাশ ডেটা মুছে ফেলা উচিত, বিশেষ করে যেসব অ্যাপের আপডেট বেশি হয়, তাদের ক্যাশ ক্লিয়ার করা জরুরি।

জেডএস/